দেবীগঞ্জে শারিরীক প্রতিবন্ধীদের মাঝে ৩০ টি হুইল চেয়ার ও ভিক্ষুকদের মাঝে ১৫টি অটো চার্জার ভ্যান বিতরন করা হয়েছে।
মঙ্গলবার ৭ জানুয়ারী উপজেলা পরিষদের সামনে জেলা প্রশাসক মোঃ সাবেত আলী প্রধান অতিতি হিসেবে উপস্থিত থেকে এসব সামুগ্রী তুলে দেন। এ সময় জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, উপজেলা সমাজ সেবা অফিসার গোলাম আজম উপস্থিত ছিলেন।
পঞ্চগড়ের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাবেত আলীর সাথে মতবিনিময় করেছেন দেবীগঞ্জের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবির মানুষ এ মতবিনিময় সভায় অংশ নেন।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
দেবীগঞ্জ উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
মতবিনিময় সভায় বাংলাদেশ পুলিশের দেবীগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার রুনা লায়লা, দেবীগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈম মোর্শেদ, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা, দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেবীগঞ্জের ছাত্র সমন্বয়ক ওয়াসিস আলমসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, সুধী সমাজের লোকজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেন।