দিনাজপুরের চিরিরবন্দরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি তুলার কারখানা। এতে অন্তত ১০ থেকে ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান কারখানা মালিকের মোঃ মনজের আলী।
মঙ্গলবার ৭ জানুয়ারী সকালে উপজেলার চম্পাতলী বাজারে তুলার কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।
সকালে কারখানায় শ্রমিকরা গিয়ে আগুন দেখতে পায়। আগুন মুহূর্তেই ছড়িয়ে পরলে পুড়ে যায় অনুমানিক ডের হাজার থেকে দুই হাজার টনেরো বেশি তুলা ও তুলার মেশিন।
কারখানার ঘরটিও পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে অন্তত ১০ থেকে ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে কথা বলে জানা যায়, আজ সকালে আমরা কারখানায় ঢুকতেই দেখি আগুন। আগুন মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে । আগুন নেভানোর অনেক চেষ্টা করি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট নাকি অন্য ভাবে আগুন লাগলো এখনো বুঝতে পারছি না। আমাদের পুঁজির সবটুকু দিয়েছি। আগুন ঘরের ভিতের দাউ দাউ করে জ্বলছিল ঘরে ভিতরে বাহিরে রাখা সব তুলা পুরে গেছে। আমরা নিঃস্ব হয়ে গেছি।
ক্ষতিগ্রস্ত মালিকের ছেলে লিমন হোসেন বলেন, সব কিছু পুরে আমরা নিঃস্ব হয়ে গেছি। গতকাল দুই ট্রাক তুলা এসেছে ঢাকা থেকে সেগুলোও শেষ। এনজিও তে লোন ধার দেনা করে তুলা গুলো এনেছি এগুলো বিক্রি করে দেনা গুলো শোধ করবো কিন্তু সব শেষ। আমরা নিঃস্ব হয়ে গেছি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন সূত্রে জানা যায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা ধারণা করেছেন।