নীলফামারীতে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সহায়তায় ২১০জন অতিদরিদ্র ও অনগ্রসর শীতার্তের মাঝে লেপ বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারী) দুপুরে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের যৌথ তত্বাবধানে উপকারভোগীদের মাঝে কাভারসহ একটি করে লেপ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোর্শেদ আলম, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এসএম আবু বকর সাইফুল ইসলাম ও সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আবু বক্কর সিদ্দিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোর্শেদ আমান প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা, অনগ্রসর গোষ্ঠি, প্রতিবন্ধি, প্রবীণ ব্যক্তিদের মধ্যে এসব লেপ বিতরণ করা হয়।