নীলফামারীর ডিমলায় নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও কেন্দ্রীয় ছাত্রলীগের ১ নং সদস্য আবু সায়েম কে শনিবার সন্ধায় নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার রেল ষ্টেশন এলাকা হতে ডিমলা থানা সাব ইন্সপেক্টর নুর ইসলামের নেতৃত্বে গ্রেফতার করা হয়। ডিমলা থানার ওসি ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবু সায়েম কে সৈয়দপুর এলাকা হতে গ্রেফতার করে ডিমলা থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে আদালতে সোপর্দ করা হবে।