নীলফামারীর সৈয়দপুরে শীতের বিকেলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের কাজীবাড়ি দোলা মাঠে শনিবার (৪ জানুয়ারি) বিকালে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। লক্ষ করা যায়, দুপুর থেকে দূর-দূরান্ত থেকে নারী-পুরুষ আসতে থাকেনে ঘোড়দৌড় প্রতিযোগিতার মাঠে। অবশেষে মাঠ পরিপূর্ণ হলে শুরু হয় প্রতিযোগিতা।

প্রতি বছরের ন্যায় উপজেলার বোতলাগাড়ি ইসলামী কমিটি এবারও ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন। মহান বিজয় দিবস ও ৫ আগষ্টের গণঅভ্যূথানের স্মরণে ও ইংরেজী নববর্ষের শুভেচ্ছান্তে ওই প্রতিযোগিতাটি করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলমের পৃষ্ঠপোষকতায় ওই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমাজসেবক আবু বকর সিদ্দিক।

প্রতিযোগিতার আহবায়ক জাহাঙ্গীর আলম কাজী (ঘোড়াওয়ালা হুজুর) জানান, নীলফামারী, ঠাকুরগাঁও ও রংপুর জেলার ১৫ জন ঘোড়া নিয়ে প্রতিযোগিরা অংশ নেন। অনুষ্ঠানে ৩ জনকে পুরস্কৃত ও অন্যান্যদের সান্তনা পুরস্কার দেওয়া হয়।