দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশী বাচ্চু বলেছেন, শীতার্থ মানুষের পাশে আর্ত-মানবতার কল্যাণে সমাজের বৃত্তশালী ব্যক্তিদের দাঁড়ানো উচিত। অসহায় শীতার্থ বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশ ও সমাজের কখন উন্নয়ন সম্ভব নয়। আমরা আমাদের মানবিক মূল্যবোধের কারণেই তাদের পাশে সহযোগিতা হাত বাড়ানো হচ্ছে প্রকৃত ধর্ম ।

বুধবার (১ জানুয়ারি) দিনাজপুর শহরের  ফকিরপাড়া কালুরমোড়স্থ বটগাছ সংলগ্ন স্থানে দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘আমরা’ সংগঠনের আয়োজনে প্রতি বছরের ন্যয় এবার ও শীতীর্থ মানুষর জন্য উপহার বিতরণী উপলক্ষে উন্নতমানের কম্বল বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

বিশিষ্ট সমাজসেবক ও ব্যাপসাহি আল মামুন বিপ্লব এর সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দিনাজপুরের অতিরিক্ত পিপি.এড. রাশেদুল ইসলাম মানিক, বিশিষ্ট সমাজসেবক মীর আলাউদ্দিন গুড্ডি।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্রনেতা মো. ফাহিম, মো. সোয়াত, মো. নাবাব, মো. সায়েম, মো. ইমন ও মো. মুমিন। প্রধান অতিথি দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বক্সি বাচ্চু, অনুষ্ঠানের সভাপতি আল মামুন বিপ্লবসহ সম্মানিত অতিথিবৃন্দ এলাকার শতশত অসহায় শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন ।