গণ অভ্যুন্থনে যারা বুলেটের বিনিময়ে দেশে নতুন স্বাধীনতা এনে দিয়েছে তাদের হাতে ভোটের অধিকার ফিরে দিতে চাই, বাংলাদেশ আমাদের প্রিয় দেশ, এ দেশে আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। বৈষম্যহীন একটি স্বাধীন ও সুন্দর বাংলাদেশ আমরা চাই। প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিতে হবে, এমন দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৯ (ডিসেম্বর) রাত সাড়ে ৭ টায় সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। পথসভাটি এক সময় জনসভায় পরিনত হয়। এ পথ সভায়, সৈয়দপুরের পার্শবতী উপজেলা, পার্বতীপুর, খানসামা, চিরিরবন্দর, তারাগঞ্জ, বদরগঞ্জ ও নীলফামারী জেলার ৪টি উপজেলার নেতাকর্মী সহ অসংখ্য মানুষ লক্ষ্য করা যায়। পথসভার আয়োজন করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর পৌর ও উপজেলা শাখা।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আরও বলেন, এ দেশের সাধারণ মানুষের পয়সা দিয়ে প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন যোগায়, এমন একটি দেশ চাই যে দেশে সাধারণ মানুষ স্বাধীন ভাবে বঁেচে থাকার নিশ্চিত করতে হবে। একটি সৎ সরকার ও সৎ প্রশাসন গড়ে তুলতে হবে। সাড়ে ১৫ বছরে বাংলাদেশটাকে তারা চুরি করে নিয়ে গেছে, সমস্ত জাতীকে পক্ষ বিপক্ষ করে ভাগ করে দিয়েছে

তিনি আরও বলেন, স্বাধীনতার চেতনার কথা বলে এ দেশটাকে অবস করে বেহুশ করে রাখার চেষ্টা করা হয়েছে। এই চেতনা নিয়ে তোমরা ঘুমাও আমরা তোমাদের খাবলে খুবলে শেষ করবো। ব্যাংক সেক্টর মিলগুলিকে তারা শেষ করে দিয়েছে। আর শেষ করে দেশেও রাখেনি বিদেশে নিয়ে গেছে। চোরের মায়ের বড় গলা। দেশের মানুষ ও আলেমদের গুম করা হয়েছে, আয়না ঘর তৈরী করেছে। দেশে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ কোরআনের শাসন। আর এই শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করতে হবে ঐক্যভাবে, দেশের জন্য আমরা রানৈতিক দল লড়াই সংগ্রাম করেছি কিন্তু শেষ সম্মানটটা এনে দিয়েছে আমাদের যুব সমাজ। ছাত্র-ছাত্রী , তরুণ, তরুণী আমরা তাদের ভালবাসি, শ্রদ্ধা জানাই ও স্যালুট জানাই।

পথ সভায় সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মাওলানা আব্দুল হামিদ, সহকারি সাধারণ সম্পাদক জেনারেল ও অঞ্চল পরিচালক, রংপুর-দিনাজপুর, অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী জেলা আমীর ও সৈয়দপুর শহর আমীর শরফুদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সৈয়দপুরে পথসভা শেষে তিনি ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে সড়ক পথে রওনা দেন। সেখানে আগামী ৩০ ডিসেম্বর জনসভা করবেন বলে জানা গেছে।