নেদাউল কুরআন বাংলাদেশ আয়োজিত রংপুর বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪ নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ ডিসেম্বর) সৈয়দপুর কমিউনিটি সেন্টারের হলরুমে দিনব্যাপী ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদাউল কুরআন বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ও রংপুর জুম্মাপাড়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা মো. ইউনুস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আলহাজ¦ ড. মো. আতিয়ার রহমান, সৈয়দপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. মমতাজ হোসেন মিন্টু ও লায়ন আলহাজ্ব আলী ইমাম।
এতে সভাপতিত্ব করেন নেদাউল কুরআন বাংলাদেশ সৈয়দপুর শাখার শাখার সাধারণ সম্পাদক ও জামেয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা মুফতী মো. আবুল কালাম কাসেমী।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর শহরের সবজি বাজার জামে মসজিদের ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা জিল্লুর রহমান, শহরের ডানপট্টি জামে মসজিদের ইমাম আলহাজ্ব হাফেজ ক্কারী মো. জানে আলম,শুটকি আড়ৎ জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম, শহরের বঙ্গবন্ধু সড়কের ডিলাক্স ফার্নিচারের স্বত্ত্বাধিকারী আলহাজ¦ মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি হোসাইন মো. আরমান বিভিন্ন মাদ্রাসার হাফেজ, মাওলানা, মুফতী ও ওস্তাদগণসহ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেদাউল কুরআন বাংলাদেশ এর সৈয়দপুর শাখার সহ-সাধারণ সম্পাদক ও নিয়ামতপুর জামে মসজিদে খতিব ও ইমাম আলহাজ¦ হাফেজ মাওলানা মুফতি মো. রেজাউল করিম ও ব্যবসায়ী মো. তারিফুল ইসলাম সবুজ।
শেষে রংপুর বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪ এর দুই গ্রুপে বিজয়ী ছয়জনকে ক্রেস্ট, সনদপত্র ও পৃথক পৃথক অংকের নগদ অর্থ প্রদান করা হয়েছে। এছাড়াও অংশগ্রহনকারীদের মধ্যে থেকে ৪২জনকে ক্রেস্টও সনদপত্র দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি নেদাউল কুরআন বাংলাদেশ উপদেষ্টা ও রংপুর জুম্মাপাড়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা মো. ইউনুস বিজয়ীদের হাতে ওই ক্রেস্ট,সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন।
রংপুর বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪ রংপুর বিভাগের আটটি রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলা থেকে বিভিন্ন মাদ্রাসার সর্বমোট ১৮০জন প্রতিযোগী অংশ নেন।