বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যারা আপনাদের সর্বনাশ করবে, তাদের নামটা প্রকাশ করে দেন। সেই ব্যাক্তি আমি হলে আমার নামটাও বলে দেবেন। আরো একটু বড় গলায় বলবেন, বড় অক্ষরে লিখে দেবেন আমার নাম। সমাজের ভন্ডদের পরিচয় করিয়ে দেয়া উচিত। কোনো সচেতন মুসলমান কোনো ধরনের দূষ্কর্ম করতে পারে না। তিনি বলেন, দূর্নীতি-চাঁদাবাজির রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। এই দেশটা আমাদের সবার। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই দেশকে ভালবাসবো। সবার আগে শিক্ষা ও ন্যায় বিচার নিশ্চিতের মাধ্যমে দেশকে এগিয়ে নেব।
রোববার (২৯ ডিসেম্বর) রাতে দিনাজপুর সার্কিট হাউজ মিলনায়তনে দিনাজপুরের বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান আরো বলেন, জামায়াত কোনো দিন ক্ষমতায় গেলে প্রথমে শিক্ষার দিকে নজর দেয়া হবে। তিনি বলেন, আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। যে রাষ্ট্রে কোন বৈষম্য থাকবে না, কোন চাঁদাবাজ ও দুর্নীতিবাজ থাকবে না। মানুষ যার যার সম্মান ও মর্যাদা নিয়ে বসবাস করবে।
দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে এবং দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেত্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় মজলিশে শূরা’র সদস্য মো. আনোয়ারুল ইসলাম, দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব আফতাব উদ্দীন মোল্লা, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আফজালুল আনাম, এ্যাড. মাহবুবুর রহমান, মাওলানা মুজিবুর রহমান, এ্যাড. মাইনুল আলম, দিনাজপুর শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন, সেক্রেটারী কামরুল হাসান রাসেল প্রমুখ।
মতবিনিময় সভার শুরুতে প্রধান অতিথি অনুষ্ঠানে আগত বিশিষ্টজনদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
মতবিনিময় সভায় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, হাবিপ্রবি, মেডিকেল কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অন্যান্য শিক্ষক, আলেম-ওলামা, দিনাজপুর চেম্বারসহ অন্যান্য ব্যবসায়ী ব্যক্তিবর্গ, আইনজীবী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যক্তিবর্গ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।