নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথসভা উপলক্ষে গতকাল ২৭ (ডিসেম্বর) শুক্রবার জুম্মার নামাজ শেষে মুসল্লী, পথচারী ও দোকানে দোকানে লিফলেট বিতরণ করা হয়। ওই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
সংগঠন সূত্রে জানা যায়, আগামী ২৯ ( ডিসেম্বর ) রবিবার সন্ধ্যায় সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এক পথ সভার আয়োজন করা হয়েছে। এত জামায়াতের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। তাই এ সমাবেশকে সফল করার লক্ষ্যে সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের নেতৃত্বে সৈয়দপুর উপজেলা ও পৌর শাখার জামায়াতের নেতা ও কর্মীরা ওই লিফলেট বিতরণ করেন।
সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জানান, এ পথসভাকে সফল করার লক্ষে ইতোমধ্যে সৈয়দপুরসহ নীলফামারী জেলার প্রতিটি উপজেলায় আমাদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হযেছে। সৈয়দপুরের সার্বিক উন্নয়নের লক্ষে জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করার জন্য আমাদের এ আয়োজন। সৈয়দপুরে পথসভা শেষে তিনি ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেবেন, সেখানে আগামী ৩০ ডিসেম্বর জনসভা করবেন। এ পথসভার আয়োজন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর পৌর ও উপজেলা শাখা।