নীলফামারীতে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় অংশীজনদের নিয়ে সমন্বয় সভা গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।
এতে বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান ও জেলা তথ্য কর্মকর্তা কবির উদ্দিন ।
সভায় প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ব্যবস্থাপক মাসুদ রানা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, গ্রাম আদালতকে সক্রিয়করণে প্রচার-প্রচারণা, সভা-সমাবেশ, কর্মশালা, সেমিনার আয়োজন ছাড়াও জন-সমাগম স্থানে এর কার্যক্রম উপস্থাপন করতে হবে। এর ফলে সাধারণ মানুষের মাঝে আগ্রহ সৃষ্টি হবে।
এছাড়াও জেলা প্রশাসন ও গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প তৃতীয় পর্যায়ের কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।