রংপুর জেলার ২৬ হাজার ১৫৬ জন কার্ডধারীর মাঝে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। মঙ্গলবার (২৪শে ডিসেম্বর) রংপুর সিটি কর্পোরেশনের ১০, ১১, ১২, ১৮, ২০ ও ২২ নম্বর ওয়ার্ড এবং কাউনিয়া ও গংগাচড়া উপজেলার টিসিবির প্রত্যেক কার্ডধারীর নিকট ৪৭০ টাকায় দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি ডাল ও পাঁচ কেজি চাল বিক্রি করা হয়। জেলার ২৯টি স্থায়ী পয়েন্টে দায়িত্বপ্রাপ্ত ডিলারগণ এসব পণ্য বিক্রি করেন।
সৈয়দপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্দ্যেগে লিফলেট বিতরণ করা হয়। সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন স্থানে তারা ওই লিফলেট বিতরণ করেন।…