পূবালী স্কাউটস্ মুক্ত দল এর বার্ষিক প্রশিক্ষন ডে-ক্যান্স ২২ ও ২৩ ডিসেম্বর-২০২৪ নিজস্ব স্কাউট চত্তরে অনুষ্ঠিত হয়। উদবোধন করেন জনাব স্কাউটার এরশাদ হোসেন পাপ্পু- সভাপাত ও সংগঠন প্রতিষ্ঠা কালিন সদস্য।
২৩/১২/২০২৪ ক্যাম্প ফায়ার ও সমাপনি অ উপস্থিত ছিলেনঃ সংগঠন প্রতিষ্ঠাতা জনাবঃ নজরুল অনুষ্ঠান ইসলাম বুলবুল, প্রতিষ্ঠা কালিন সদস্যঃ হারুন, লজ্জান, শফিকুল ইসলাম, এই সাইফুল ইসলাম পলাশ সহ সিনিয়র দদস্যবৃন্দ এবং অভিভাকেহন্দ।
ডে-ক্যাল্প প্রশিক্ষণ পরিচালনা করেনঃ রাসেদুল ইসলাম, জাষ্টিস, কতুব উদ্দিন আলো, এস,কে কাইয়ুম, আনোয়ার, করিম এবং শফিকুল ইসলাম।
ডে-ক্যাল্প অংশ গ্রহন করেন-২০জন বয় স্কাউট এবং ৯ জন কাব স্কাউট ও নবাগত রোভার বৃন্দ।
সৈয়দপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্দ্যেগে লিফলেট বিতরণ করা হয়। সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন স্থানে তারা ওই লিফলেট বিতরণ করেন।…