ঢাকার টঙ্গির ইজতেমা ময়দানে হকপন্থিদের উপর তাবলিগ জামায়াতের সাদপন্থিতদের হামলা ও কয়েকজনকে হত্যার প্রতিবাদ ও খুনের সাথে জড়িত সাদপন্থিদের ফাঁসির দাবী জানিয়ে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কওমী উলেমায়ে কেরামগণ। সেই সাথে সৈয়দপুরসহ সারাদেশে সাদপন্থি তাবলিগ জামায়তের সকল কার্যক্রম নিষিদ্ধেরও দাবী জানানো হয়।
সোমবার (২৩ ডিসেম্বর) যোহরের নামাজের পর ওলেমায়ে কেরাম, তাবলিগের সাথী ও তৌহিদী জনতার ব্যানারে ওই বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের জিআরপি চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাওলানা আবুল কালাম কাসেমী, মুফতি এনাম, মুফতি আবুল হাসানসহ কওমী ঘরানার অন্যান্য ওলেমায়ে কেরামগন।
বক্তারা বলেন, ইতিমধ্যে সাদপন্থি তাবলিগের আসল উগ্র চেহরা সবার সামনে চলে এসেছে। তাঁরা ইজতেমার ময়দানে ঘুমন্ত হকপন্থিদের নির্মমভাবে হত্যা করে প্রমাণ করে দিয়েছে তাঁরা এখন হক থেকে দুরে সরে পড়েছে। তাই ওই উগ্র সাদপন্থিদের কোন কার্যক্রম দেশে চলতে পারে না। সৈয়দপুরেও কোন মসজিদে তাঁরা অবস্থান ও কার্যক্রম চলাতে পারবে না। যদি করে বা কোন কর্তৃপক্ষ তাঁদের কার্যক্রম চলার সুযোগ দেয় তাহলে তৌহিদী জনতা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে ও তীব্র আন্দোলনে যাবে।
মিছিলে শহরের ঐতিহ্যবাহী কওমী মাদ্রাসা জামে আরাবিয়া, দারুল উলুম, হাজারীরহাটসহ উপজেলার বিভিন্ন কওমী মাদ্রসা থেকে শত শত শিক্ষার্থী ও উলেমায়ে কেরামরা অংশ নেন।
সৈয়দপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্দ্যেগে লিফলেট বিতরণ করা হয়। সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন স্থানে তারা ওই লিফলেট বিতরণ করেন।…