নীলফামারীর সৈয়দপুরে মানবিক সহযোগিতা ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের মাঝাপাড়ায় ওই কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ এবং বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক এম আর আলম ঝন্টু ও সৈয়দপুরউপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন ও সৈয়দপুর থানার এস আই মেহেদী হাসান।
মানবিক সহযোগিতা ফাউন্ডেশনের সভাপতি আমিরুজ্জামান মনার সভাপতিত্বে এবং প্রকৌশলী মো. আনোয়ার হোসেন সঞ্চালনায়কম্বল বিতরণ অনুষ্ঠানেসংস্থার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, উপদেষ্টা ও বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মালেক, মো. আনজারুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ওই দিন সংস্থার পক্ষ থেকে এলাকার ৫০০ অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।