নীলফামারীতে আইএফআইসি ব্যাংকের ‘আর্থিক স্বাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) আইএফআইসি ব্যাংকের উদ্যোগে নীলফামারী সরকারি কলেজ হলরুমে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান ভূইয়া। স্বাগত বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের নীলফামারী শাখা ব্যবস্থাপক শাহজাদী খাতুন। আরও বক্তব্য রাখেন নীলফামারী সরকারি কলেজের ম্যানেজম্যান্ট বিভাগের শিক্ষক মাহমুদুল ইসলাম, বাংলা বিভাগের শিক্ষক আহসান হাবীব, অর্থনীতি বিভাগের শিক্ষক কৃতি অধিকারী প্রমূখ
আলোচনা সভায় বক্তারা জানান, আইএফআইসি ব্যাংক বর্তমানে দেশের সবচেয়ে বড় ব্যাংকিং নেটওয়ার্ক। বিগত ৪৮ বছর ধরে জনগণের সেবা দিয়ে আসছে ব্যাংকটি। ব্যাংকিং ও আর্থিক স্বাক্ষরতার মাধ্যমে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়, ব্যাংকের বিভিন্ন সেবা ও সুবিধাসহ ভবিষ্যৎ সুরক্ষার জন্য আর্থিক ব্যবস্থাপনা ও ভবিষ্যত চাকরির বাজারে শিক্ষার্থীদের আর্থিক বিষয়ের উপর ধারনা দেওয়া সভায়।
এসময় আইএফআইসি ব্যাংকের সহকারী কর্মকর্তা কাকন রায়, সার্ভিস অফিসার খালিদ ইবনে আনিছ, লোন প্রোগাম ম্যানেজম্যান্ট অফিসার মো. মনিরুজ্জামান, মার্কেটিং এ্যান্ড সেলস অফিসার রোহিত প্রসাদ ঘোষ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।