অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জণগন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে নীলফামারী জেলার চিলাহাটিতে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। গতকাল ৩ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার সকাল ১১:০০ টায় সমাজ সেবা অধিদপ্তর, ডোমার ও ইউএসএস নীলফামারীর সহযোগীতায়, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন সংস্থা, চিলাহাটির আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্য, স্থানীয় যুব এবং সুধীজসহ শতাধিক ব্যক্তির অংশগ্রহণে একটি বণ্যাঢ র্যালী চিলাহাটি চৌরাস্তা প্রদক্ষিণ শেষে ডাকবাংলো হলরুমে আলোচনা সভার আয়োজন করেন। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয় সংস্থার সভাপতি সাহাবুল ইসলাম লোটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার, মোঃ ফিরোজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মাবুদ, সহকারী সমাজ সেবা অফিসার মোঃ রাশেদ মাহমুদ,
বক্তব্য রাখেন সমাজসেবক ও প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন সংস্থার উপদেষ্ট্যা হুমায়ুন কবীর মঞ্জু, ইউএসএস এর সমন্বয়কারী মোঃ আব্দুর রউফ, অঙ্গনা যুব সংগঠণের সভাপতি দৃষ্টি আক্তার, ইউথ হাপ, চিলাহাটি প্রতিনিধিন গোলাম রব্বানী, শাহিন আলম, রিপন ইসলাম ও পরিতোষ রায়, প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে বিভিন্ন সমস্যা ও সমাধানে করনীয় নিয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সভাপতি সাহাবুল ইসলাম লোটন, খোলা আলোচনায় প্রতিবন্ধী সদস্যরা তাদের নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন বলেন যে, আমাদের ভাতার কার্ড থকায় সরকারের শীতের কম্বল, টিসিবিসহ অন্য সুবিধা গুলো থেকে আমরা বঞ্চিত বলে অভিযোগ করেন এবং এই বিষয়ে অতিথিদের দৃষ্টি আর্কষণ করেন। সেই সাথে সংগঠনের ২২৫ জন প্রতিবন্ধী সদস্যদের মধ্যে ৫ জনের জন্য জরুরী ৫টি হুইল চেয়ার বরাদ্দের দাবী করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রতিবন্ধী সদস্যদের যৌক্তিক দাবীগুলো পুরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।