নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে নীলফামারীতে বাইসাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে ওই কর্মসূচি পালিত হয়। দাতা সংস্থা ডিয়াকনিয়ার অর্থায়নে এবং উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) সহযোগিতায় কর্মসূচির আয়োজন করে নারী যোগাযোগ কেন্দ্র ও কিশোর কিশোরী ফোরাম।
বেলা ১২টার দিকে শতাধিক কিশোরীর অংশগ্রহনে একটি শোভাযাত্রা গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কমিউনিটি ধান ব্যাংকে আলোচনা সভায় মিলিত হয়। এসময় ধান ব্যাংকের সভাপতি রীপা রানী রায়ের সভাপতিত্বে বক্তৃতা দেন উদয়াঙ্কুর সেবা সংস্থার নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়, নারী-পুরুষ সমতা উন্নয়ন কর্মসূচির সমন্বয়কারী শাহনাজ বেগম, জে-ার ফোকাল পার্সন সালমা আক্তার, কিশোর কিশোরী ফোরামের সভাপতি স্বপ্না দাস প্রমুখ।
বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে সরকারের পাশপাশি বেসরকারি উন্নয় সংস্থা ও সামাজিক সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মত প্রকাশ করেন।
উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী শাহনাহ বেগম জানান, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত পক্ষকাল ব্যাপী কর্মসূচি উপলক্ষে আলোচনা সভা, গণ নাটক, মানবন্ধন ও কিশোরীদের বাইসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।