গতকাল শনিবার (২ নভেম্বর) সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরেও ৫৩তম জাতীয় সমবায় দিবস -২০২৪ পালিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের  আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সফল সমবায় সমিতির মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।
 বেলা ১১টায়  উপজেলা পরিষদ মিলানায়তনে “ সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” দিবসের এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী।
 আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা সমবায় অফিসার মো. মাহফুজার রহমান।
উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো. রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা এবং সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমবায় সমিতির লিমিটেডের সভাপতি ও মধ্য বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. শহীদুল হক প্রমুখ।
 পরে উপজেলার পাঁচটি সফল সমবায় সমিতিকে তাদের কাজের স্বীকৃতিস্বরূপ একটি ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মো. নুর-ই-আলম সিদ্দিকী সফল সমবায় সমিতির কর্মকর্তাদের হাতে ওই ক্রেস্টগুলো তুলে দেন।
 এর আগে জাতীয় সমবায় দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায় সমিতির বিপুল সংখ্যক সদস্য-সদস্যরা অংশ নেন। এরপর জাতীয় সংগীত পরিবেশের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়েছে।