‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগানে গতকাল শনিবার নীলফামারীর ডোমারে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ থেকে সমবায়ীদের এক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা জনাব রাজেদুল আলম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভুমি) জান্নাতুন ফেরদৌস হ্যাপী। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা যুব কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শাফিউল ইসলাম, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক খায়রুল ইসলাম, ডোমার থানার এসআই কাজল কুমার রায় উপস্থিত ছিলেন।

পরে শ্রেষ্ঠ সমবায় সংগঠন বাবুর দলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের  সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র রায় ও ডোমার শাপলা সমবায় সমিতির সভাপতি মনছুর আলীকে পুরস্কার হিসাবে ক্রেস্ট প্রদান করা হয়।