নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অপসারণের চেষ্ঠা ও সহকারী শিক্ষকদের লাঞ্চিত করার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে উপজেলার ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার শিক্ষক-কর্মচারী।
সম্প্রতি কিশোরগঞ্জ উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ, শিক্ষকদের অবরুদ্ধ ও অফিস কক্ষে তালা ঝুলে দেয়ার ঘটনা ঘটেছে। এছাড়া শিক্ষকদের আটকে রাখার মত ঘটনাও করেছে বলে শিক্ষকরা জানান। শিক্ষকদের অপদস্ত ও জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেয় ছাত্রদের ব্যানারে কিছু অসাধুচক্র। এসব ঘটনার প্রতিবাদে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দরা মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সামনে প্রায় ১ হাজার শিক্ষক-কর্মচারী মানববন্ধন করে। এ সময় উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও কিশোরগঞ্জ বহুমূখি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম আজম বলেন- গত কয়েকদিন ধরে কিশোরগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কুচক্রি মহল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে জোড়র্পূবক পদত্যাগের চেষ্ঠা করে। এছাড়া ওই প্রতিষ্ঠানগুলোতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মানববন্ধন ও বিক্ষোভে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণে অনিহা প্রকাশ করলে জোরপূর্বক ক্লাস থেকে বের করে এনেও ছাত্র-ছাত্রীদের ওই সব মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহণ করায়। এতে প্রতিষ্ঠানগুলোতে পাঠদানে ব্যাহত হচ্ছে। রনচন্ডী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন বলেন- মানুষ গড়ার কারিগর শিক্ষকদের সম্মান নিয়ে একটি মহল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃংখলার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। যে সকল লোক শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে নাম রাখতে পারেনি ও অবৈধ সুযোগ নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে তারাই প্রতিষ্ঠানগুলোতে বিশৃংখলা করছে। আমাদের শিক্ষকদের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা লিখিত আকারে প্রশাসনে দেয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন-তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হোক, কিন্তু শিক্ষকদের সম্মান নিয়ে খেলা বন্ধ করার দাবী জানান।
স্থানীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে শিক্ষকরা উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করে। এসময় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর দুরাকুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম দেলোয়ার হোসেন, কালিকাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেদওয়ানুর রহমান, মুশরুত পানিয়ালপুকুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুল ইসলাম প্রমুখ।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্রিন্স বলেন- শিক্ষকদের অপদস্থ ও সম্মানহানি যাতে করা না হয় এজন্য আগামীকাল হতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছাত্র-ছাত্রীদের সাথে আলোচনা করা হবে। সমন্বয়ক রফিক শাহ্ বলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙ্গিয়ে কুচক্রিরা এসব কর্মকান্ড করছে। দরকার হলে শিক্ষকদের সম্মান রক্ষায় আবারও আমরা বুক পেতে দিব।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক বিক্ষোভ স্থানে এসে শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন- যে সকল বিদ্যালয়ের লিখিত অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। কোন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকলে লিখিত আকারে দেয়ার আহ্বান জানান। কোনভাবে শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃংখলা ও শিক্ষকদের অপদস্থ যাতে না হয় সে বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। উপজেলা নির্বাহী অফিসারের আশ্বাসে শিক্ষকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাপ্ত করে উপজেলা নির্বাহী অফিসারের হাতে স্মারকলিপি প্রদান করে।
কিশোরগঞ্জ উপজেলার স্কুল, স্কুল এন্ড কলেজ, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীবৃন্দের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ সৈয়দপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা সমাপ্ত হয়েছে। সৈয়দপুর উপজেলা প্রশাসন আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি…