সারাদেশে গত ৫ই আগস্ট সরকার পতনের পরবর্তী হিন্দুদের উপর সাম্প্রদায়িক হামলা, ধর্ষণ, ভাঙ্গচুর,লুটপাত ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে নীলফামারীর ডোমারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
গতকাল রবিবার(১১আগস্ট) বিকাল ৪টার দিকে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন ডোমার উপজেলা সংখ্যালগু সনাতনী সম্প্রদায়।হৃদয়ে স্বাধীনতা চত্ত্বর হতে বিভিন্ন প্রতিবাদ লেখা প্লেকার্ড ও ব্যানার হাতে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডোমার রেল ঘুমটি মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে ক্ষত্রিয় সমিতির সভাপতি গোড়াচাঁদ অধিকারীর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়। এছাড়াও সনাতনী ধর্মালম্বী শেখর সাহা, বানেশ^র রায়,অমল রায়,প্রদীপ কুমার শর্মা,,মিন্টু কুমার সাহা, সত্যেন রায়,উজ্জ্বল কাঞ্জিলাল প্রমূখ বক্তব্য দেন। বক্তরা দ্রুত অগ্নিসন্ত্রাস ও সনাতন ধর্মালম্বীদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটতরাজ বন্ধ করার আহবান জানান।
তারা আরো বলেন বিগত দিনগুলোতে ঘটে যাওয়া হিন্দু নির্যাতনের কোনও বিচার না হওয়ায় নির্দ্বিধায় এই নারকীয় কর্মকান্ড চালিয়েছে সন্ত্রাসীরা। বিভিন্ন গণমাধ্যম, প্রতিনিধি ও সোশ্যাল মিডিয়া থেকে এসব তথ্য পাওয়া যায়। বক্তরা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন প্রত্যেকটি রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সঙ্গেসঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যেভাবে অত্যাচার নিপীড়নসহ মন্দির ভাঙচুর করা হয়, এটার প্রতিবাদ জানানোর জন্যই আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছি।’হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়ী ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে, তাদের বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে। এতে আমরা শঙ্কার মধ্যে আছি। আমরা আশা করবো দ্রুত এই সমস্যার সমাধান চাই।