আকিব শিকদার
বজ্র পড়ুক যুদ্ধবাজের মাথায়, ঢালছো যারা স্বচ্ছ জলে সর্পবিষ
তাদের আমি ঘেন্না করি। অভিযোগের ধিক্কারেতে বারে বারে ফেটে পড়ি
অশুভ হাত করলে আড়াল আঁধারনাশক প্রদীপ্ত শীষ।
নীল আকাশে উড়ন্ত নয়, রক্তভেজা পাখির পালক ভালোবাসে
কূপমন্ডুক শিকারীরাই। আমি তো নই তাদের মতো, হয়তো বা তাই
পঙ্কিলতা ঝেরে ফেলে মানবতার পক্ষে দাঁড়াই।
জোনাক-আলোকে করো না বোতলবন্দি, ক্রুদ্ধ হয়ে রুদ্ধ করো না আর
কবির মুক্তকণ্ঠ। এসো অভিমানের তীক্ষ্ম ছুরা নর্দমাতে ছুঁড়ে ফেলে
অশ্রু ঢেলে আবাদ করি বন্ধুত্বের পতিত খামার।
আমাকে আমূল বিদ্ধ করো ত্রিশূলে, যন্ত্রণাতে মূর্ছা পরে কাতর স্বরে
বলবো তবু- ন্যায় বিরোধী যুদ্ধের চেয়ে আত্মহত্যা অনেক ভালো।
রুদ্রদিনের আলোকছটায় পরাজিত হোক রাতের কালো।