৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নীলফামারীর ডোমার ও ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন সোমবার(২২ এপ্রিল) কেউ প্রার্থীতা প্রত্যাহার করেননি। ফলে ওই দুই উপজেলায় বহাল রইলেন ৩৫ প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন। এর আগে গত বুধবার যাচাই-বাছাইয়ে ৩৫ প্রার্থীর মধ্যে সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন দেশ রূপান্তরকে বলেন, প্রথম ধাপের ঘোষিত নির্বাচনে ডোমার এবং ডিমলা উপজেলায় সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৩৫ প্রার্থীর মধ্যে কেউ প্রত্যাহার করেননি। আগামী ৮ মে প্রথম ধাপে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
৩৫ প্রার্থীর মধ্যে
ডোমার উপজেলায় চেয়ারম্যান পদে ৮জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন রয়েছেন।
ডিমলা উপজেলায় চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন রয়েছেন।
ডোমার উপজেলায় চেয়ারম্যান পদে ৮ প্রার্থীর মধ্যে ৫জন আওয়ামী লীগের এবং ৩জন নির্দলীয়।
তাঁরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক সরকার (বর্তমান ভাইস চেয়ারম্যান), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তোফায়েল আহমেদ (বর্তমান উপজেলা চেয়ারম্যান), জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক (রংপুর- রাজশাহী) ফারহানা আক্তার সুমি।
নির্দলীয় প্রার্থীরা হলেন, মো. রাকিবুল হাসান প্রধান, এহসানুল হক এবং মদন মোহন সিংহ।
ভাইস চেয়ারম্যান পদে ৮ প্রার্থীর মধ্যে উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক রোকনুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, হরিণচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিলীপ কুমার মুখোপধ্যায় রয়েছেন।
নির্দলীয় প্রার্থীরা হলেন, জামাল উদ্দীন, মাছুম বিল্লাহ, রনজিৎ কুমার রায়, এটিএম মিরাজুল কবীর।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিল্পী আক্তার বানু, আওয়ামী লীগ সমর্থক লাইলী বানু, সন্ধ্যা রানী (সাবেক ভাইস চেয়ারম্যান), বেগম রৌশন কানিজ (বর্তমান ভাইস চেয়ারম্যান), নির্দলীয় মোছাম্মত ফেরদৌসী বেগম রয়েছেন।
ডিমলা উপজেলা চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্যে তিনজনই আওয়ামী লীগ দলীয়। একজন রয়েছেন নির্দলীয়। তাঁরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য মো. ফেরদৌস পারভেজ।
নির্দলীয় প্রার্থী হলেন, গয়াবাড়ি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রহমান।
আনোয়ারুল হক সরকার মিন্টু ও মো. ফেরদৌস পারভেজ নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের পরিবারের সদস্য।
ভাইস চেয়ারম্যান পদে ৭ জন হলেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সদস্য সচিব উত্তম কুমার রায়, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, আওয়ামী লীগের সমর্থক মো. স্বপন, মোঃ হামিদার রহমান, আবু সাঈদ, সুজয় চন্দ্র রায় রয়েছেন। মোফাক্কারুল ইসলাম পেলব কিছুদিন আগেও ন্যাপের উপজেলা আহবায়ক ছিলেন। তাকে এমপি আওয়ামী লীগের সদস্য হিসেবে যোগদান করিয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন রয়েছেন। এরা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান (নির্দলীয় তবে জামায়াত পন্থী) মোছা. আয়শা সিদ্দিকা, ডিমলা সদর ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সদস্য পারুল বেগম, উপজেলা তাঁতীলীগের সভাপতি জাহানারা বেগম।
পারুল বেগম হচ্ছেন নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের ভাতিজি বউ।