র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ১নং ভোটমারী ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ দক্ষিণ ভোটমারী গ্রামস্থ ধৃত আসামী মফিজুল ইসলাম এর মুদি দোকানের সামনে কাচা রাস্তার উপর ০৮ এপ্রিল ২০২৪ খ্রিঃ রাত্রি ০৩.২০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে ১৯২ (একশত বিরানব্বই) বোতল ফেন্সিডিল ও ৯৫ (পঁচানব্বই) বোতল ঊংশঁভ সর্ব মোট ২৮৭ বোতলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ মফিজুল ইসলাম (৩৮), পিতা- মোঃ ইসমাঈল হোসেন, সাং-দক্ষিণ ভোটমারী, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাটকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত আসামীজানায় যে, সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত এবং বহুদিন ধরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের বড় বড় চালান পার্শ্ববর্তী দেশ হতে পাচার করে লালমনিরহাট জেলাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। ধৃত আসামীরবিরুদ্ধে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।