দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা পরিষদ নির্বাচনের
ডামাডোল বাজিয়ে দৌড়ঝাঁপ শুরু করেছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী। এখন থেকে দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মি। এখন থেকেই দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। ইতিমধ্যে আওয়ামী লীগের নির্বাচনের প্রার্থী হওয়ার গুঞ্জন শুরু করছে সর্বসাধারণের মাঝে এখন থেকেই দেবীগঞ্জ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সর্বসাধারণ কে কেন্দ্র করে সাধারণ জনগণ ও নেতাকর্মীদের মধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকেই যোগাযোগ রক্ষা করে চলছেন। তবে এবার ২০২৪ সালে আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকছেনা উপজেলা পরিষদ নির্বাচনে। কেন্দ্র থেকে দেওয়ার পর থেকে অনেকে নড়েচড়ে বসেছেন। ধারণা দলীয় নির্বাচন না হলে প্রার্থীর যেমন বাড়বে ভোটার ও তাহাদের নির্বাচনের প্রার্থীকে ভোট দিতে বেছে নিবেন। পবিত্র মাহে রমজানের পর পরেই প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন করার ইঙ্গীত দিয়েছেন নির্বাচন কমিশন। সেই সুবাদে দেবীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে মাঠে নেমেছেন অনেকেই। ইতমধ্যে উপজেলা চেয়ারম্যান পদে অর্ধ ডজন সম্ভাব্য প্রার্থীর নাম মুখেমুখে শোনাযাচ্ছে। আবার অনেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে নীরবে প্রচার প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন। উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীক তুলে নেওয়া চেয়ারম্যান পদে প্রার্থী সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখছেন স্থানীয়রা।
সৈয়দপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্দ্যেগে লিফলেট বিতরণ করা হয়। সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন স্থানে তারা ওই লিফলেট বিতরণ করেন।…