প্রায় দেড় যুগ থেকে নিষক্রিয় হয়ে পড়া দিনাজপুরের ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতিকে সক্রিয় করার লক্ষ্যে ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতি পুনর্গঠন কমিটির উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি কফিল উদ্দিন সরকার। তরুণ ব্যবসায়ী আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটন, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, সাবেক পৌর মেয়র ও ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুরতুজা সরকার মানিক, দিনাজপুর শ্রম অধিদপ্তরের শ্রম কর্মকর্তা হুমায়ুন কবির, শিল্পপতি রুহুল আমিন, শিল্পপতি রাজু কুমার গুপ্ত, বিশিষ্ট ব্যবসায়ী মহসিন আলী সরকার, বিশিষ্ট ব্যবসায়ী শাহাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শেখ সাবীর আলী, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান শাহ কামরু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাইয়ুম, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াহেদ মন্ডল প্রমুখ। এছাড়াও অর্ধশত তরুণ ও প্রবীণ ব্যবসায়ী সমিতির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
সভায় সর্বসম্মতিক্রমে অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শেখ সাবীর আলীকে প্রধান এবং সহকারী অধ্যাপক জারজিস আহম্মেদ ও সহকারী অধ্যাপক খুরশিদ আলম নাদিমকে সদস্য নির্বাচিত করে তিন সদস্য বিশিষ্ট ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
সভার শুরুতে ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির প্রয়াত ব্যবসায়ী নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বার্ষিক সাধারণ সভায় ফুলবাড়ীর বিভিন্ন স্তরের সহস্র ব্যবসায়ী উপস্থিত ছিলেন।