দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শহীদ স্মৃতি আদর্শ কলেজের নবনিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস আজ রবিবার (২৮ জানুয়ারি) সকালে যোগদান করেছেন।
অধ্যক্ষ হিসেবে শাহ মো. আব্দুল কুদ্দুসের কলেজে যোগদান উপলক্ষে কলেজ সভাপক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনিন আক্তার। সহকারী অধ্যাপক মোকাররম হোসেন বিদ্যুতের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনিযুক্ত অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস। এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আলতাফ হোসেন স্বপন, সহকারী অধ্যাপক অমূল্য চন্দ্র রায়, সহকারী অধ্যাপক মমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, সহকারী অধ্যাপক চন্দনা রানী মন্ডল প্রমুখ। এর আগে কলেজের শিক্ষকদের পক্ষ থেকে অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুসকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শেষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন আক্তারের কাছ থেকে অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস।
উল্লেখ্য, অধ্যক্ষ মো. জিল্লুর রহমান গত অক্টোরব মাসে অবসর গ্রহণ করায় কলেজের উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস অধ্যক্ষ হিসেবে তার স্থালাভিষিক্ত হলেন।
এদিকে শাহ মো. আব্দুল কুদ্দুস শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং দৈনিক দেশ মা পরিবার, সামাজিক ও মানবিক সংগঠন আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থা সংগঠনের নেতৃবৃন্দ।