মানবতার সেবায় আমরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় এসএসসি ব্যাচ ৯৫ বন্ধু মহল ফাউন্ডেশনের উদ্যোগে ৩ শত জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত শুক্রবার বিকেলে জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এসব কম্বল তুলে দেন এসএসসি ব্যাচ ৯৫ বন্ধু মহল ফাউন্ডেশনের পরিচালনা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান লাভলু। এসময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শামিম নেওয়াজ, এসএসসি ব্যাচ ৯৫ পুনর্মিলনী কমিটির সভাপতি লাভলুর রশীদ, পরিচালনা পরিষদের সদস্য ডাঃ জুলফিকার আলি, নিলাম্বর রায়, জিয়াউর রহমান, শাহিনুর রহমান, আফতাব উদ্দিন, রুহুল আমিন, আব্দুল হান্নান, জাহিদুল বিএসসি, মনিরুজ্জামান লেবু প্রমুখ। এর আগে সকালে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি ব্যাচ ৯৫/৯৭ এর সারাদেশের উদ্যোগে ২ শত ৬০ জনের মাঝে চাদর বিতরণ করা হয়। এছাড়াও একইস্থানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক পরিবারের মাঝে নগদ ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়। স্বেচ্ছাসেবী সংগঠন টি ২০২৩ সাল থেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে।
জলঢাকায় প্রেসক্লাবের কম্বল বিতরণ
নীলফামারীর জলঢাকা উপজেলায় শীতার্ত মানুষের মাঝে প্রেসক্লাবের কম্বল বিতরণ করা হয়। গতকাল শুক্রবার সকালে প্রেসক্লাব চত্বরে ১শত ৫০ জন শীতার্ত মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা…