নীলফামারী-২ (সদর) আসনে আসাদুজ্জামান নূর পঞ্চমবারের ন্যায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পূষ্পমাল্য অর্পণ করেছেন। মঙ্গলবার(৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি শহরের বঙ্গবন্ধু চত্বরে স্থাপিত প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
এসময় তিনি বলেন,এই দেশের জনগণ আজকে আশ^স্ত বোধ করছেন, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরে আস্থা রেখেছেন, এবং বিশ^াস করেছেন যে, তাঁর নেতৃত্বেই একমাত্র বাংলাদেশের এগিয়ে যাওয়া সম্ভব। তাঁর আর কোনো বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আরও সামনের দিকে নিয়ে যাব। একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। সেজন্য আমাদের নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে আমাদের আদর্শের জায়গাকে আরও নিখুঁত করতে হবে। রাজনৈতিক চেতনাকে আরও শাণিত করতে হবে।
দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা ইঙ্গিত করে তিনি বলেন,‘কোন ষড়যন্ত্রই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরতœ শেখ হাসিনার অপ্রতিরোধ্য জয়যাত্রাকে প্রতিহত করতে পারেনি। জনগণের অকুণ্ঠ সমর্থনের মধ্য দিয়ে তিনি আবারো রাষ্ট্র পরিচালনার দ্বায়িত্ব নিয়েছেন। ২০০৯ সাল থেকে একটানা ক্ষমতায় থেকে এই পিছিয়ে পড়া বাংলাদেশ, অভাবের বাংলাদেশ, মঙ্গার উত্তরবঙ্গ সমস্তকিছু মলিনতাকে মুছিয়ে দিয়ে তিনি একটা উজ্জল ভবিষ্যতের দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’
এসময় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,‘মনে রাখতে হবে যারা স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তি, তারা কিন্তু নিশ্চুপ বসে থাকবে না। এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের দ্বায়িত্ব কিন্তু শেষ হয়ে যাবে না। আমাদের মনে রাখতে হবে যে, এই অপশক্তি ৭১ থেকে শুরু করে এখন পর্যন্ত তারা প্রতিটি পর্যায়ে বঙ্গবন্ধু কন্যার যে অগ্রযাত্রা সেটিকে বাধাগ্রস্ত করার জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য নানান ধরনের ধ্বংসাত্বক এবং নাশকতামূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। আগামীতে তারা হয়ত রাজপথেও বিশৃঙ্খলা সৃস্টির চেষ্টা করবে। এজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের মধ্যে কোনো আত্মতৃপ্তি, আত্মপ্রসাদের জায়গা নাই। মনে রাখতে হবে আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা শেখ হাসিনার সৈনিক।’
এ সময় সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সহসভাপতি মো. হাফিজুর রশিদ মঞ্জু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম প্রমুখ।
আসাদুজ্জামান নূর ২০০১ সালে এ আসনে আওয়ামী লীগের হয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। সে থেকে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে টানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।