দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনের জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, বিএনএফ প্রার্থী নোঙর প্রতীকের সাজেদুল করিম ও ট্রাক প্রতীকের প্রার্থী মোখছেদুল মোমিনের প্রচার মাইক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় আসনটির কিশোরীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রচার মাইকগুলো জব্দ করা হয়। এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জাতীয় পার্টির প্রার্থী আহসান আদেলুর রহমান আদেলের একটি, নোঙ্গর প্রতীকের বিএনএফ প্রার্থী সাজেদুল করিমের তিনটি ও ট্রাক প্রতীকের প্রার্থী সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী মোকছেদুল মোমিনের তিনটি প্রচার মাইক জব্দ করা হয়।
এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে এসব মাইক জব্দ করা হয়েছে।