দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নীলফামারীর চারটি আসনে ১৪ প্লাটুন বিজিবি মাঠে নেমেছে।গতকাল শুক্রবার(২৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে তারা কাজ শুরু করেছে। নির্বাচনের পরের দিন পর্যন্ত মাঠে থাকবে তারা।
বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবির অধিনায়ক লেঃকর্ণেল আসাদুজ্জামান হাকিম। তিনি বলেন, বিজিবি মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। ১৪ প্লাটুনের মধ্যে তিন প্লাটুন করে নীলফামারী সদর ও জলঢাকা উপজেলায় রাখা হয়েছে। এ ছাড়া দুই প্লাটুন করে রাখা হয়েছে ডোমার,ডিমলা,কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলায়। ১৪টি প্লাটুনের বিজিবি সদস্যরা ৮ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
উল্লেখ যে এ জেলার চারটি সংসদীয় আসনে ৬টি উপজেলা রয়েছে। ডোমার ও ডিমলা উপজেলা মিলে নীলফামারী ১ আসন। জেলা সদর নীলফামারী ২ আসন। জলঢাকা উপজেলা নীলফামারী ৩ আসন ও সৈয়দপুর এবং কিশোরীগঞ্জ উপজেলা মিলে নীলফামারী ৪ আসন। এ সকল আসনে ২৭ জন প্রতিদ্বন্দী প্রার্থী রয়েছে।
মমতাজ মেমোরিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উদ্বোধন
স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী শহরের ওয়াপদা সড়কে মমতাজ মেমোরিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উদ্বোধন হয়েছে। শুক্রবার(২৯ ডিসেম্বর) বিকেলে ওই প্রতিষ্ঠান চত্বরে উদ্বোধন করেন প্রধান অতিথি নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ ওবায়দুল আনোয়ার।
অনুষ্ঠানে মমতাজ মেমোরিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ ওয়ালি-উল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা দেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সহিদার রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখারণ সম্পাদক সুধীর চন্দ্র রায় প্রমুখ।
প্রতিষ্ঠাতানটির চেয়ারম্যান মো. সহিদার রহমান বলেন,‘শিক্ষার গুণগত মান নিয়ে নীলফামারী শহরে আমরাই একমাত্র রেসিডেন্সিয়াল শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এসেছি। শিক্ষার মান উন্নয়নে আমরা অঙ্গীকারবদ্ধ’।