জেলার ডোমারে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার  দিকে ডোমার-দেবীগঞ্জ মহাসড়কের সদর ইউনিয়ন পরিষদের সামনে এ
দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার খয়েরপুর এলাকার বাকিবুল্লাহর ছেলে জাহাঙ্গীর আলম (৩৬) ও একই উপজেলার ঢাংগীর হাট এলাকার মৃত আবু তালেবের ছেলে জাহাঙ্গীর হোসেন ডিপজল (৫০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় ডোমার-দেবীগঞ্জ মহাসড়কে ডোমার থেকে দেবীগঞ্জগামী একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক জাহাঙ্গীরের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেলের আরোহী জাহাঙ্গীর হোসেন ডিপজল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী  বলেন, চালককে আটক করা সম্ভব হয়নি। তিনি ট্রাক রেখে পালিয়েযান। তবে ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।