২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে নীলফামারীর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বুধবার দুপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের (হাইব্রিড ও উফশী) ফসলের জন্য বিনামূল্যে বীজ/বীজ ও সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আতিক আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ৫১০০ জন কৃষকের মাঝে দুই কেজি করে বোরো ধানের হাইব্রিড বীজ এবং ৫২০০ জন কৃষকের মাঝে জন ৫ কেজি উফশী ধানের বীজ এবং ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এম ও পি সার বিতরণ করা হবে।