নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নাজমুল হাসান শান্ত।

টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে রঙিন শুরু পেয়েছে বাংলাদেশ। যেখানে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথম ম্যাচে জয় নিয়ে; বাংলাদেশ সিরিজে এগিয়ে আছে ১-০ ব্যবধানে। সেই ধারাবাহিকতা ধরে রাখার মিশনে আজ শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে কিউইদের মুখোমুখি বাংলাদেশ।

দেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়ার হাতছানি টাইগারদের সামনে। প্রথম টেস্ট জিতে এগিয়ে থেকে অপরিবর্তিত একাদশ নিয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে কিউইদের বিপক্ষে জয় তুলে নিতে পারলেই সাদা পোশাকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম বারের মতো সিরিজ জয়ের র্কীর্তি গড়তে পারবে টাইগাররা।

সিরিজ বাঁচাতে দলে এক পরিবর্তন এনেছে কিউইরা। লেগ স্পিনার ইশ সোধীর পরিবর্তে দলে এসেছেন বা হাতি স্পিনার মিচেল স্যান্টনার।

বাংলাদেশ একাদশ নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, শরীফুল ইসলাম ও শাহাদাত হোসেন।

নিউজিল্যান্ড একাদশ

টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারেল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, কাইলি জেমিসন, মিচেল স্যান্টনার, টিম সাউদি (অধিনায়ক) ও এজাজ প্যাটেল।