নীলফামারীতে ষষ্ঠবারের ন্যায় অনুষ্ঠিত খোকন দা আন্ত:ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সংগলশী ইউনিয়ন ফুটবল দল ৪-৩ গোলে পঞ্চপুকুর ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শনিবার(১৮ নবেম্বর) বিকালে নীলফামারীর আন্তর্জাতিক শেখ কামাল স্টেডিয়ামে ওই ফাইনাল খেলা শেষে সন্ধ্যায় পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
ওই ফাইনাল খেলাকে ঘিরে ২০ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামের প্রায় ৩০ হাজার দর্শক গ্যালারী ছিল কানায় কানায় পূর্ণ। উত্তেজনাপূর্ণ খেলার প্রথমার্ধে পঞ্চপুকুর ইউনিয়ন ফুটবল দল ৩-২ গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে সংগলশী ইউনিয়ন ফুটবল দল সমতায় ফিরে আসে প্লান্টি গোলে। এরপর নির্ধারিত সময় পেরিয়ে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে সংলশী ইউনিয়ন পরিষদ দল জয় পায়।
খেলা শেষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্ঠা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, অতিরিক্ত সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান প্রমুখ। এ সময় সদর উপজেলার ১৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, খোকন দা আন্ত:ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টটি ষষ্ঠবারের ন্যায় অনুষ্ঠিত হলো। গত ২৯ অক্টোবর খেলার উদ্বোধন করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। সদর উপজেলার ১৫ ইউনিয়ন পরিষদের ১৫টি ফুটবল দল অংশ নেয় টুর্নামেন্টে।
এসিসিএফ ব্যাংকের টাকা ফেরত না পেয়ে গ্রাহকরা হতাশ
আজিজ কো-অপারেটিভ কর্মাস অ্যান্ড ফাইন্যান্স (এসিসিএফ) ব্যাংক এর গ্রাহকরা জমানো টাকা ফেরত না পেয়ে হতাশ। জমাকৃত আমানতের প্রায় দেড় কোটি টাকা আত্নসাতের অভিযোগ উঠেছে ব্যাংকের ম্যানেজার জাহিদ শাহ্ এর বিরুদ্ধে।…