সোনালী আশেঁর সোনার দেশ – পরিবেশ বান্ধব বাংলাদেশ এ প্রতিবাদ্যকে সামনে রেখে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন শীর্ষক প্রকল্পের আওতাধীন ” পাট চাষি প্রশিক্ষণ কর্মসূচী ২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে। উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার  আয়োজনে এবং উপজেলা কৃষি সম্প্রসারন অফিসের সার্বিক ব্যবস্থাপনায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটি এম তৈবুর রহমান, উপ-পরিচালক ড. এস এম আবু বক্কর ছাইফুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রীতম কুমার সরকার প্রমুখ। উপজেলা পাট উন্নয়ন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়নের ৭৫ জন পাট চাষি কিষান কিষানীদের মাঝে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত পাট চাষী প্রশিক্ষণে পাট চাষে উদ্বুদ্ধকরণ, সংরক্ষণ সহ পাট উৎপাদনে প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের মোক্ষম ভুমিকা রাখতে সকলের প্রতি আহবান জানান উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ।