নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নে ৫০ বছর উর্দ্ধ প্রবীণ ব্যক্তিদের নিয়ে এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের জব্বার মিয়ার মাঠে ‘সম্মিলিত প্রয়াস’ নামের একটি সামাজিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। ফাইনাল খেলার উদ্বোধন করেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক।
বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, গোমানাতি কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বামুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান বুলেট, বামুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম, সম্মিলিত প্রয়াসের সভাপতি ঢাকা ভার্সিটির শিক্ষার্থী সম্রাট ইসলাম, সাধারণ সম্পাদক রাজশাহী ভার্সিটির শিক্ষার্থী নাইম ইসলাম প্রমুখ।
নির্ধারিত সময়ের মধ্যে কেউ গোল করতে পারেনি। এরপর টাইব্রেকারে ২-০ গোলে যমুনেশ্বরী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সন্দেশ একাদশ। গত ২৫অক্টোবর রাজভীম একাদশ, যমুনেশ্বরী একাদশ, সন্দেশ একাদশ ও ডোমেন নগর একাদশকে নিয়ে টুর্নামেন্ট শুরু হয়।