সোমবার , ২৩ অক্টোবর ২০২৩ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৩, ২০২৩ ৯:৪৩ পূর্বাহ্ণ

নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এক নির্বাচন কমিশনার।

সোমবার (২৩ অক্টোবর) ইসি ভবনে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কমিশনার অনানুষ্ঠানিকভাবে এ কথা জানান।

তিনি বলেন, সবাই নির্বাচন চায়, জনগণ নির্বাচন চায়। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল। ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট হবে। তিনি আরও বলেন, ভোটের পরিবেশ ভালো আছে। আমি কোনো সমস্যা দেখি না।

জানা গেছে, নভেম্বরে তফসিল ঘোষণার লক্ষ্য নিয়ে আগামী ১ নভেম্বর গুরুত্বপূর্ণ একটি বৈঠক করবে ইসি। এতে পররাষ্ট্র, তথ্য, শিক্ষা ও প্রতিরক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন। বৈঠকে নির্বাচনের দিনক্ষণ নিয়ে ‘চূড়ান্ত’ আলোচনা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন ভবনের সভাকক্ষে ওই দিন বেলা ১১টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।

২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সে হিসেবে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে আগামী সংসদ নির্বাচন শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে ইসির।

তবে নির্বাচন কমিশন ভোটের প্রস্তুতি নিলেও বিএনপিসহ বিরোধী দলগুলো রয়েছে আন্দোলনের মাঠে। দলীয় সরকারের অধীনে কোনো ভোটে যাবে না বলে তারা সাফ জানিয়ে দিয়েছে। আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডেকেছে বিএনপি। সেখান থেকে লাগাতার কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

অন্যদিকে, সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় ঠিক করতে আগামী ৩০ অক্টোবর আরেকটি বৈঠক করবে ইসি। বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের আইজি, র‌্যাব, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড, এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালক, এসবির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের পাঠিয়েছেন বলে জানা গেছে।

সর্বশেষ - রংপুর বিভাগ

আপনার জন্য নির্বাচিত

প্রতিবাদী পদযাত্রা: ‘অনেক হয়েছে, আর নাশকতা নয়’

নীলফামারীতে কালের বির্বতনে হারিয়ে যাচ্ছে প্রাচীন ঐতিহ্য মৃৎশিল্প

সৈয়দপুরে জিপিএ ৫ না পাওয়ায় ছাত্রের আত্মহত্যা

সৈয়দপুরে জিপিএ ৫ না পাওয়ায় ছাত্রের আত্মহত্যা

এলাকার শিক্ষার্থীদের কেনো ফুলবাড়ীর বাহিরে গিয়ে ভালো মানের শিক্ষাগ্রহণ করতে হচ্ছে? -মোস্তাফিজুর রহমান এমপি

নিজেরা যে বাসে এসেছে সেই বাস ভাঙলো বিএনপি কর্মীরা

নিজেরা যে বাসে এসেছে সেই বাস ভাঙলো বিএনপি কর্মীরা

ডোমারে ভোটের ফলাফল’কে কেন্দ্র করে হামলা; ২১রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে পুলিশ

ফুলবাড়ীতে টানা হালকা বৃষ্টিপাতে পচনের হুমকি মুখে মরিচসহ সবজি ক্ষেত

মিয়ানমার ইস্যুতে বিএনপির বক্তব্য ‘দায়িত্ব জ্ঞানহীন’

মিয়ানমার ইস্যুতে বিএনপির বক্তব্য ‘দায়িত্ব জ্ঞানহীন’

সৈয়দপুরে ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতির ফলে জনভোগান্তি

অসহযোগ মানছেননা বিএনপির নেতাকর্মীরা, আদালতে দিচ্ছেন হাজিরা

অসহযোগ মানছেননা বিএনপির নেতাকর্মীরা, আদালতে দিচ্ছেন হাজিরা