শ্রীলংকান পেসারদের তোপে ৯১ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে নেদারল্যান্ডস। আগের ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে হারানো দলটার ব্যাটিং লাইনআপ এভাবে ভেঙ্গে পড়বে সেটা হয়তো কেউ ভাবেনি। তবে শেষ পর্যন্ত লড়াই করার মতো রান স্কোরবোর্ডে জমা করতে পেরেছে তাঁরা। নিচের দিকে ব্যাট করতে নেমে চাপ সামাল দিয়ে সপ্তম উইকেটে ১৩০ রানের জুটি গড়েন সাইব্রান্ড এনগালব্রেখট ও লোগান ফন বিক।
দুই বল বাকি থাকতে সব উইকেট হারিয়ে ২৬২ রানের লড়াকু পুঁজি পেয়েছে ডাচরা।
৮২ বলে চারটি চার ও এক ছক্কায় ৭০ রান করেছেন এনগালব্রেখট। আর ৭৫ বলে একটি ছয় ও চারে ৫৯ রানে ফেরেন ফন বিক। লঙ্কানদের হয়ে চারটি করে শিকার দুই পেস বোলার কাসুন রাজিথা ও দিলশান মাদুশাঙ্কার।
লখনউতে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নেদারল্যান্ডসের। সাত রানে প্রথম উইকেট হারায় ডাচরা। ৪ রান করে রাজিথার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে ফেরেন বিক্রমজিত সিং। আরেক উদ্বোধনী ব্যাটার ম্যাক্স ও'ডাউডকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন কলিন অ্যাকারম্যান।
দু'জনে যোগ করেন ৪১ রান। এক ছয় ও চারে ১৬ রান করা ও'ডাউডকে থামান রাজিথা।
এরপর দ্রুত ফিরে যান অ্যাকারম্যানও। পাঁচটি চারে ২৯ রান করে রাজিথার বলে মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৬ রান করা বাস ডি লিডকে আউট করেন মাদুশাঙ্কা।
৯ রান করা তেজা নিদামানুরুকেও ফেরান তিনি।