নীলফামারী সদর উপজেলায় ২৮৩ পূজা মন্ডপে সরকারি সহায়তা হিসেবে ৫০০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। শনিবার(২১ অক্টোবর) দুপুরে ওই সহায়তা বিতরণ করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এসময় তিনি বলেন, সনাতন হিন্দু ধর্মালম্বীদের বছরে একটাই সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সেই উৎসবে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার এটি।
সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ওই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। এসময় বিশেষ অতিথির বক্তৃতা দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্তনা চক্রবর্তী, জেলা হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি খোকা রাম রায়, সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম কুমার রায়, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হর্ষ বর্ধন রায় প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানান, সরকারের দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে সদর উপজেলায় সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারর্দীয় দূর্গা পূজার ২৮৩ মন্ডপে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়। প্রধান অতিথি সংসদ সদস্য আসাদুজ্জামান নূর মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ওই সহায়তা প্রদান করেন।