নীলফামারীর জলঢাকায় নানা আয়োজনে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১ টার দিকে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) উপজেলা সিএলসি প্রাঙ্গনে এসব অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে কয়েকজন সফল নারী উদ্যোক্তা এবং কিশোরী তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা ও সফলতার গল্প উপস্থিত সকলকে শোনান। অনেকে পড়াশোনার পাশপাশি কিভাবে তাদের জীবন পাল্টে নিয়েছেন এসব গল্প অনুপ্রাণিত করে অনেককে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম। এসময় শুভেচ্ছা বক্তৃতা দেন উদয়াঙ্কুর সেবা সংস্থার কর্মসূচি সমন্বয়কারী মো. জমিল। তিনি জানান, প্রতিষ্টানটিনের ইয়ুথ লানিং সেন্টারের মাধ্যমে এলাকার ইয়ুথদের বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়। আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের সম্পূর্ন আয়োজনটির উপস্থাপনা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান সবই পরিচলনা করেন ওই সেন্টারের প্রশিক্ষার্থীরা। বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও কর্মী, নারী উদ্যেক্তা ছাড়াও প্রায় প্রশিক্ষার্থী উপস্থিত ছিলেন সেখানে। উপস্থিত কন্যারা সমাজে সমান অধিকার ও স্বপ্ন পূরণে আরও সামনে এগিয়ে যাওয়ার স্বপ্নে অনুপ্রাণিত হয়।
একইভাবে সংস্থার আয়োজনে উপজেলার কৈমারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পালিত হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদেকুল ইসলাম। সেখানে শতাধিক কন্যা শিশুর অংশগ্রহনে বাইসাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।