বাংলাদেশকে এককভাবে টার্গেট করা হচ্ছে: ব্লুমবার্গের প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ঘোষিত ভিসানীতি’র তীব্র সমালোচনা করেছে নিউ ইয়র্ক ভিত্তিক আর্থিক বিষয়ক প্রথম সারির আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গের নিবন্ধ। অজ্ঞাতনামা ব্যক্তিদের উদ্দেশ্যে ঘোষণা করা ভিসানীতিকে ‘অস্পষ্ট বিবৃতি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, মার্কিন নিষেধাজ্ঞাগুলো ন্যায্য নয় কারণ এসব দেখে মনে হচ্ছে যে, বাংলাদেশকে এককভাবে টার্গেট করা হচ্ছে।

স্টেট ডিপার্টমেন্ট লাইবেরিয়া, সিয়েরা লিওন এবং নাইজেরিয়া সহ অন্যান্য দেশের উপর একই ধরনের বিধিনিষেধ আরোপ করলেও এটি মার্কিন অংশীদারসহ অন্যদের টার্গেট করা থেকে বিরত রয়েছে। যেখানে সেনাবাহিনী সম্প্রতি থাইল্যান্ড এবং পাকিস্তানের মতো নির্বাচনে প্রকাশ্যে হস্তক্ষেপ করেছে।

ব্লুমবার্গ ওপিনিয়ন কলামিস্ট এবং নয়াদিল্লির অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের সিনিয়র ফেলো মিহির শর্মা নিবন্ধে বলেন, অর্থনৈতিকভাবে বাংলাদেশ গত এক দশক ধরে সাফল্য দেখিয়ে যাচ্ছে। ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে ৬ শতাংশ ছাড়িয়ে গেছে এবং গড়ে ভারত, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের মতো দেশগুলোকে ছাড়িয়ে গেছে। বাংলাদেশ শিগগিরই দরিদ্র দেশগুলোর তালিকা থেকে ‘উত্তরণ’ করবে এবং বিভিন্ন বাণিজ্য ও উন্নয়ন সহায়তার সুযোগ পরিত্যাগ করবে।

আশাবাদী হওয়া কঠিন যে, আগামী কয়েক মাসের মধ্যে দেশের আসন্ন ভোট অনেক বেশি বাধহীন হবে। তা সত্ত্বেও, মার্কিন যুক্তরাষ্ট্র কেন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুলে যাওয়া ‘গণতন্ত্র প্রথম’ পররাষ্ট্র-নীতি এজেন্ডায় বাংলাদেশকে মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে তা অনুধাবন করা সমান কঠিন।

গত মাসে একটি অস্পষ্ট বিবৃতিতে, মার্কিন পররাষ্ট্র দফতর ঘোষণা করেছে যে, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া ক্ষুণ্ন করার জন্য তারা ‘আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, ক্ষমতাসীন দল এবং বিরোধী রাজনৈতিক দল’সহ বাধাদানকারী সবার উপর ভিসা বিধিনিষেধ আরোপের জন্য ‘পদক্ষেপ নিয়েছে’। এই ধরনের খোলাখুলি ধমকানো ন্যায্য বা সংবেদনশীল নয়।

নীতিটি যুক্তিসঙ্গত নয়- এমন উল্লেখ করে তিনি বলেন,  কারণ এটি মার্কিন যুক্তরাষ্ট্রকে পক্ষপাতদুষ্ট করে তুলেছে। ওয়াশিংটনের কেউ হয়তো মনে করেন, ভারত ও তুরস্কের মতো গণতান্ত্রিক ব্যাকস্লাইডারদের তুলনায় বাংলাদেশের গুরুত্ব ন্যূনতম। যদি তাই হয়, তবে এটি উল্লেখযোগ্যভাবে অদূরদর্শী হবে।

বাংলাদেশকে বিচ্ছিন্ন করার মূল্য হবে অনেক বেশি। এটি বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ, একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যেটি সাম্প্রতিক বছরগুলোতে ধর্মনিরপেক্ষতা নিয়ে একটি ক্ষতবিক্ষত অভ্যন্তরীণ লড়াই করেছে, একটি পরিবর্তনের কারণে মৌলবাদীরা ভালভাবে হেরে যেতে পারে।

  • Related Posts

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    প্রভাষ আমিন চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে একটা দারুণ বিভ্রান্তি তৈরি হয়েছে। কার বিরুদ্ধে আন্দোলন, কেন আন্দোলন, দাবি কার কাছে- এসব ঠিক পরিষ্কার নয়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালে এক প্রজ্ঞাপন…

    Continue reading
    ‘রাজাকার’ ইস্যু বানিয়ে একই ঘটনার বারবার পুনরাবৃত্তি

    নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে রবিবার (১৪ জুলাই) চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছেন, সরকারি চাকরিতে বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা সুবিধা পাবে না, তাহলে কি…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এসিসিএফ ব্যাংকের টাকা ফেরত না পেয়ে গ্রাহকরা হতাশ

    • By admin
    • জানুয়ারি ১৩, ২০২৫
    • 3 views
    এসিসিএফ ব্যাংকের টাকা ফেরত না পেয়ে গ্রাহকরা হতাশ

    সৈয়দপুরে বাউন্টের প্রথম নিউজলেটারের মোড়ক উন্মোচন

    সৈয়দপুরে বাউন্টের প্রথম নিউজলেটারের মোড়ক উন্মোচন

    সৈয়দপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

    সৈয়দপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

    নীলফামারীতে ডাকাতি করতে এসে টাকা না পেয়ে সোনালী ব্যাংকের উত্তরা ইপিজেড উপ-শাখায় অগ্নিসংযোগ

    নীলফামারীতে ডাকাতি করতে এসে টাকা না পেয়ে সোনালী ব্যাংকের উত্তরা ইপিজেড উপ-শাখায় অগ্নিসংযোগ

    নীলফামারীতে চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের তিনদফা দাবীতে মানববন্ধন

    নীলফামারীতে চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের তিনদফা দাবীতে মানববন্ধন

    নীলফামারীতে মহাসড়ক দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, ঘটছে দূর্ঘটনা

    নীলফামারীতে মহাসড়ক দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, ঘটছে দূর্ঘটনা