নীলফামারী সদর উপজেলার সুনামধণ্য বিদ্যাপীঠ চাঁদেরহাট ডিগ্রী কলেজের ২০২৩-২৪ইং শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল রোববার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কলেজ মিলনায়তনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষসহ শিক্ষক-শিক্ষিকা এবং একাদশ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তিকৃত সকল শিক্ষার্থীদের হাতে একটি করে লাল গোলাপ ফুল তুলে দিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।
কলেজ অধ্যক্ষ মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন বিষয় নিয়ে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক মাসুদ হাসান, সহকারী অধ্যাপক হাসেম বিন হুসেইন, সহকারী অধ্যাপক কামনা রানী বিশ্বাস প্রমূখ।
এ সময় কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ, সাংবাদিক, অভিভাবক, সুধীবৃন্দ ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিন উপজেলার অন্যান্য উচ্চ মাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন করা হয়।