নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মটর সাইকেলের সাথে অটো রিকসার মুখোমুখি সংঘর্ষে ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধ অটো রিকসার যাত্রী ছিলেন। ঘটনাটি ঘটেছে রংপুর নীলফামারী আঞ্চলিক মহাসড়কের শ্বশান বাজার এলাকায়। নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যাক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, : নীলফামারী থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকসা কিশোরগঞ্জ উপজেলার দিকে যাচ্ছিল এসময় বিপরীত দিক থেকে আসা একটি মটর সাইকেলের সাথে অটো রিকসার মুখোমুখি সংঘর্ষ হলে অটো রিকসার ৬০ বছর এক যাত্রী গুরুত্বর আহত হয়। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎ ওই বৃদ্ধকে মৃত্যু ঘোষনা করেন।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন। নিহতে বৃদ্ধের এখোনো কোন পরিচয় পাওয়া যায়নি। নিহতের লাশ কিশোরগঞ্জ হাসপাতালে রয়েছে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।