দিনাজপুরের ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের উদ্যোগে আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। দুপুর ১২ টায় কলেজ শিক্ষক কমন রুমে আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস আলোচনা সভায় সভাপতিত্ব করেন শহীদ স্মৃতি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস।
এতে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক নাজনীন আক্তার, সহকারী অধ্যাপক আলতাফ হোসেন স্বপন, সহকারী অধ্যাপক অমূল্য চন্দ্র রায়, সহকারী অধ্যাপক মমিনুল হক, সহকারী অধ্যাপক এবিএম মাহাবুব আলম বাবু, সহকারী অধ্যাপক অনিল কুমার গুপ্ত, সহকারী অধ্যাপক মঞ্জিল মোরশেদ, সহকারী অধ্যাপক সাদেকুল ইসলাম, সহকারী অধ্যাপক ফিরোজ সুলতান আলম, সহকারী অধ্যাপক আজিজুর রহমান সাজু, সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, সহকারী অধ্যাপক ড. আব্দুল কাদের রহমানী, সহকারী অধ্যাপক চন্দনা রানী, সহকারী অধ্যাপক মোকাররম হোসেন বিদ্যুৎ প্রমুখ। এ সময় কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারিসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ, উপজেলার সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মনমোহন বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তর লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজসহ সকলশিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।