২০২৩ — ২৪ অর্থ বছরের উপজেলা উন্নয়ন তহবিল এর অর্থে নীলফামারীর জলঢাকা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও প্রতিবন্ধীর মাঝে স্প্রে মেশিন, ফগার মেশিন, নলকূপ, ক্রীড়া উপকরণ ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৩৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক, নুরুজ্জামান ও উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম প্রমুখ। এর আগে একই তহবিল থেকে স্প্রে মেশিন ১ শত ২২টি, ফগার মেশিন ৮টি, নলকূপ ১০ টি ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষের পাশে থেকে কাজ করে চলেছে। এজন্য তিনি সকলকে সরকারের পাশে থেকে সহযোগিতা করার আহবান জানান। উপজেলা পরিষদ এসব সামগ্রী বিতরণ করেন।