বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের বাস্তবায়নে পঞ্চপুকুর ইউনিয়নের দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে চিকিৎসা সেবা প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের নীলফামারী জেলা শাখার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হাবিবুর রহমান হাবিব।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাচিবের সহসভাপতি ডাঃ আব্দুল মজিদ, সাধারন সম্পাদক ডাঃ মজিবুল হাসান চৌধুরী শাহীন, বিএমএএর সাধারণ সম্পাদক ডাঃ দীলিপ কুমার রায়, আধুনিক সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ আব্দুল আউয়াল, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ সুলতানা রাজিয়া লাকী, ডায়াবেটিক সমিতির চীফ মেডিকেল অফিসার ডাঃ আনোয়ারুল করিম। দিনব্যাপী প্রায় এক হাজার জনকে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

পরে নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর, সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান ও মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ রবিউল ইসলাম চিকিৎসা সেবাকেন্দ্র পরিদর্শন করেন।