মানুষের মৌলিক চাহিদা পুরনসহ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভুমিকা অনস্বীকার্য। পরিবেশ রক্ষার জন্য একান্ত জরুরী হচ্ছে গাছ। তাই বেশি বেশি করে গাছ লাগাতে হবে। পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য গাছ রোপন করা ছাড়া কোন বিকল্প নেই। বুধবার সকাল দশ টায় সময় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের রণচন্ডি স্কুল এ্যান্ড কলেজ মাঠে প্রত্যেক শিক্ষার্থীর মাঝে একটি করে আম গাছের চারা বিতরন করা হয়। চারা বিতরনের সময় কথাগুলো বলেন উপজেলা নির্বাহী অফিসার নুর ই আলম সিদ্দিকী। তিনি আরো বলেন, শুধু গাছের চারা নিয়ে গেলে হবেনা। প্রত্যেককেই বাড়িতে গিয়ে চারা গুলো রোপন করা নিশ্চিত করতে হবে। এজন্য তিনি প্রতিষ্টান প্রধানকে প্রত্যোক শিক্ষার্থীর বাড়ি বাড়ি লোক পাঠিয়ে গাছগুলোর পরিচর্যাসহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর রাখার নির্দেশ প্রদান করেন। বেসরকারী এনজিও গ্রাম বিকাশ কেন্দ্রের আয়োজনে বারী Ñ৪, ব্যানানা ও হাড়িভাঙ্গাসহ প্রায় এক হাজার আমগাছের চারা বিতরন করা করা হয়। চারা বিতরনের সময় উপস্থিত ছিলেন, রণচিন্ড স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন, গ্রাম বিকাশ কেন্দ্রের সহকারী পরিচালক, গোলাম মোস্তফা, আঞ্চলিক ব্যাবস্থাপক মো: আমজাদ হোসেন , শাখা ব্যাবস্থাপক কৃষ্নকান্ত রায়, স্কুল ও কলেজ শাখার শিক্ষকবৃন্দ সাংবাদিক প্রমুখ।