স্ত্রীর পরকীয়ার কারণে ভবেশ হত্যার মামলার প্রধান আসামিকে পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে গ্রেফতার করেছে পুলিশ। নীলফামারী জলঢাকায় স্ত্রীর পরকীয়ার জেরে হত্যা মামলার প্রধান আসামী মৃনাল চন্দ্র রায় (৩৫ )কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশক্রমে বুধবার ভোর অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর ও অফিসার ইনচার্জ মুক্তারুল আলমের নেতৃত্বে জলঢাকা থানার চৌকস অভিযান টীম তাকে পঞ্চগড় জেলার বাংলাবান্দা থেকে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মৃনাল চন্দ্র রায় উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড রাজবাড়ী মাঝাপাড়া গ্রামের দিনেশ চন্দ্র রায় (৫৩) এর পুত্র। থানা সুত্রে জানা গেছে, গত ৯ই জুলাই রবিবার রাতে হোটেল থেকে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির ৫০ গজ দুরে পৌঁছালে পূর্ব পরিকল্পিত ভাবে ওৎ পেতে থাকা অজ্ঞাত ব্যক্তি লাঠিঁ ও ধারালো ছুরি দ্বারা দুই সন্তানের জনক ভবেশ চন্দ্র রায় (৩৫)কে এলোপাতাড়ি আঘাত করেন। এ সময় ভবেশের আত্মঃচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে শটকে পরে হামলাকারী।
পরে আহত অবস্থায় ভবেশকে হাসপাতালে নিলে কর্তব্যরত্ব চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। এ হত্যাকান্ডের ঘটনায় মৃত্যু ভবেশের ছোট ভাই বলরাম চন্দ্র রায়(৩০) বাদী হয়ে ৪ জনকে আসামী করে জলঢাকা থানায় একটি মামলা দায়ের করেন। যাহার নং ১২/২৩। অন্যদিকে স্বামী হত্যাকান্ডের ঘটনায় মৃত্যু ভবেশের স্ত্রী মিনা রানী রায় হত্যাকারীর সর্বচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবী করেছেন। এ বিষয়ে জলঢাকা থানা অফিসার ইনচার্জ ওসি মুক্তারুল আলম জানান, টানা দুইদিন অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামী মৃনাল চন্দ্র রায়কে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছেন।